ইন্টা: ডেস্ক.
বিতর্কিত জলসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে যখন বিবাদে জড়িয়ে পড়েছে তুরস্ক তখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স। গতকাল বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে ওই এলাকায় দুটি রাফায়েল যুদ্ধবিমান ও একটি ফ্রিগেট পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পূর্ব ভূমধ্যসাগরীয় পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি তুরস্ককে একতরফা পদক্ষেপ না নিয়ে ‘শান্তিপূর্ণ আলোচনার’ আহ্বান জানিয়েছেন। গত বুধবার এক টুইটে ম্যাক্রন বলেছেন, ‘গ্রিসসহ ইউরোপীয় অংশীদারদের সহযোগিতায় আমি সাময়িকভাবে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে আগামি দিনগুলোতে সামরিক উপস্থিতি জোরদারের সিদ্ধান্ত নিয়েছি।’ গতকাল বৃহস্পতিবার গ্রিসের দক্ষিণের দ্বীপ ক্রিটে গ্রিক বাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে ফরাসি বাহিনী। ফ্রান্সের সামরিক উপস্থিতিকে স্বাগত জানিয়ে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস এক টুইটে বলেছেন, ‘ইমানুয়েল ম্যাক্রন গ্রিসের প্রকৃত বন্ধু এবং তিনি ইউরোপীয় মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের রক্ষক।
তুরস্ক বিরোধ: পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়ালো ফ্রান্স

Please follow and like us: