হাতীবান্ধা, লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেছেন, কৃষি উৎপাদনে দেশ বিশ্বে উদাহারণ সৃষ্টি করেছে। চেষ্টা করলে সবই সম্ভব। গতকাল বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচীর আওতায় মাসকালাই বীজ, রাসায়নিক সার ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লালমনিরহাট খামার বাড়ির উপ-পরিচালক শামীম আশরাফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও জেসমিন নাহার প্রমুখ।